দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

দীঘিনালা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ (ডিজিটাল ম্যারাথন) অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ (বুধবার) উপজেলা পরিষদের আয়োজনে দীঘিনালা থানায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’র উদ্ধোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম এসজিপি, পিবিজিএম, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম দেব প্রমূখ।

এরপর দীঘিনালা থানা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ (ডিজিটাল ম্যারাথন) শুরু হয়ে দীঘিনালা জোনের ফিনিশ পয়েন্ট এ গিয়ে শেষ হয়।এতে ১ম স্থান অর্জন করেন শামিম ফরহাদ। ২য় মোঃ আমির হোসেন ও অনিমেষ চাকমা তৃতীয় স্থান অর্জন করেন।

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম এসজিপি, পিবিজিএম, পিএসসি।

মন্তব্য করুন

Your email address will not be published.