মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান সাংবাদিকদের টিম দেখে রেগে যেয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ এবং সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে প্রকাশ, মহেশপুরে কর্মরত ৫জন সাংবাদিক সোমবার দুপুরে খালিশপুরস্থ এসবিকে ইউনিয়ন পরিষদে গেলে পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান অফিস কক্ষে মেম্বারদের নিয়ে অবস্থান করছিল। এ সময় দৈনিক কল্যাণের প্রতিনিধি শেখ এনামুল হক দুলু, দৈনিক মানবকণ্ঠ ও প্রতিদিনের কথার সংবাদদাতা আব্দুর রাজ্জাক রাজন,দৈনিক বর্জ্রশক্তির প্রতিনিধি শামীম আশরাফ,দৈনিক সত্যপাঠ পত্রিকার প্রতিনিধি আনওয়ারুল ইসলাম ও দৈনিক সমাচারের প্রতিনিধি আলমগীর হোসেন সালাম দিয়ে অফিসে প্রবেশ করায় তাদের সঙ্গে রুড় আচরণ করেন এবং তিনি ক্ষুব্ধ হন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে দূর্বব্যহার করেন এবং অফিস থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন। ওই সাংবাদিক দল একটি তথ্য সংগ্রহ করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিল। কিন্তু চেয়ারম্যানের আচরণে তারা সেখান থেকে ফিরে আসেন এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান আরিফান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাংবাদিকদের বেঁধে রাখার দরকার ছিল কেন না বলে আমার অফিসে ঢুকলো। তিনি অফিসে প্রবেশ করাকে অপরাধ মনে করেছেন। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারন সম্পাদক এনামল হক দ,সহ সভাপতি শামীম আশরাফ,যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দাউদ হেসেন প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদ সেবামুলক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে সকলেই যাওয়ার অধিকার রাখে। ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে যে আচরণ করেছে তা আমাদের কাম্য নয়। অবিলম্বে ঘটনার তদন্তপূর্বক ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।