চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস চলাকালে একটি কক্ষে সিলিং ফ্যান খুলে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোদাব্বের আহমেদ বলেন, আমি খোঁজ নিয়েছি। কোনো শিক্ষার্থী আহত হননি।