বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও উপজেলার আওতাধীন ইসলামপুর ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বিকেলে স্থানীয় স্কুলের হলরুমে ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদার সভাপতি এবং সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংস্কৃতিক সম্পাদক তাপস রক্ষিত। প্রধান বক্তা ছিলেন, ঈদগাঁও উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেব। বিশেষ বক্তা হিসেবে অংশ নেন- উপজেলার যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু,মহিদ উল্লাহ মহিদ ও ইমরুল হাসান রাশেদ। এতে ঈদগাঁও উপজেলা আ,লীগ সদস্য ফরিদুল ইসলাম খাঁন,ওসমান গনি,তৌফিকুল ইসলাম, হাসান আলী, আলী আকবর, আহমদ করিম সিকদার,সাহাব উদ্দিন,আবদুল কুদ্দুস মাখন, মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড় আ,লীগ সভাপতি,সম্পাদকগন উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড় আ,লীগ সাধারন সম্পাদক পদবী নিরসনসহ কাউন্সিলার তালিকা করার নিদের্শনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষনা করা হবে বলেও জানা গেছে।