কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দিয়েছে মিয়ানমার

টেকনাফ প্রতিনিধি: সীমান্তের কাঁটাতারে মিয়ানমার কর্তৃপক্ষের দেওয়া বৈদ্যুতিক সংযোগ সরিয়ে নেওয়ার কথা বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলনে এ অনুরোধ জানানো হয়। মঙ্গলবার (১ জুন) রাত পৌনে ৮টায় মিয়ানমারের মংডুতে রিজিয়ন পর্যায়ের বৈঠক শেষে ফিরে টেকনাফ-২ বিজিবির সম্মেলন কক্ষে এসব কথা জানান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব। তিনি বলেন, ‘বৈঠকে সীমান্তে সন্ত্রাস দমনে মিয়ানমার বিজিপি সহযোগিতা চেয়েছে। পাশাপাশি মিয়ানমারে কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক সংযোগসহ সীমান্তে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা কাঁটাতারের বেড়া থেকে বৈদ্যুতিক সংযোগ সরিয়ে নিতে অনুরোধ করেছি।’ বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করা হলে তারা গুরুত্ব দিয়ে শোনেন এবং এ বিষয়ে উচ্চ পর্যায়ে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।’ করোনার মহামারির কারণে দীর্ঘ দুই বছর ৬ মাস পর বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মতো পররাষ্ট্র-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তা নাজম-উস সাকিব আরও বলেন, ‘বৈঠকে সুসম্পর্ক বজায় রাখা, ইয়াবাসহ সব ধরনের মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে কাজ করতে একমত হয়েছে দু’দেশ। এসব বিষয়ে দু’দেশের বর্ডার লিয়াজোঁ অফিসের কার্যক্রম সক্রিয়সহ যৌথ টহল অব্যাহত রাখার কথা বলেছে দু’পক্ষে। দু’দেশের সীমান্ত সংক্রান্ত, এসব বিষয় নিয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।’ এর আগে, সকাল ১০টায় বৈঠকে অংশ নিতে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে যায়। সেখানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে মিয়ানমারে কারাভোগ শেষ করা চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ, ডিজিএফআই কর্নেল হাসনাত আহমেদ, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. আরিফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, টেকনাফ-২ বিজিবির অপারেশন অফিসার মো. মোহতাসিন বিল্লাহ (শাকিল) প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.