চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ মিনারুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফাঁশিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিনারুল উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুচরা ইয়াবা বিক্রির সময় মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এসময় তার প্যান্টের পকেটে দুইটি সাদা পলিথিন মোড়ানো ১০০০পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।