১৮ ইটভাটা মালিকের ২ মাসের সময় চাওয়া আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। রাউজানের ১৮টি ইটভাটা মালিকের পক্ষে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি খারিজ করে দেন আদালত।

রবিবার (১৪ মার্চ) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ, মো. নুরুজ্জামান ও ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। আর ইটভাটা মালিকের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

এডভোকেট মনজিল মোরশেদ বলেন, চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাউজানের ১৮ ইটভাটা মালিক আপিল করেছিল। আদালতের কাছে তারা ২ মাসের সময় চেয়ে আবেদনও করেছিলেন। আমরা আদালতকে বলেছি, দীর্ঘদিন ধরে তারা এধরনের তালবাহানা করে অবৈধ ইটভাটা বন্ধে বিঘ্ন ঘটিয়ে আসছে। ইতিপূর্বে এই রায়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করেনি। আদালত বিষয়গুলো আমলে নিয়ে আপিল আবেদন খারিজ করে দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.