বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে সাজা কার্যকরের দাবিতে শনিবার (১৩ আগস্ট) নগরীর অলংকার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগের অন্যতম সংগঠক মনোয়ার—উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে ও সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মাননীয় প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
আরও বক্তব্য রাখেন, ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইউনুছ, আকবরশাহ্ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আহম্মেদ জাহেদ, পাহাড়তলী থানা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সেকান্দর সেকু, ফরিদ উদ্দিন ফরহাদ, সামসুজোহা টিপু, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, মহানগর যুবলীগ নেতা আমিরুল ইসলাম শানু, হাবিব খান, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, মহানগর সেচ্ছাসেবক নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা মানিক শাহাদাত, রুবেল, এনামুল হক আজিম, মিহান, জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, মিজানুর রহমান, পাহাড়তলী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিন, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা বাবু, ওয়াহিদ, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. তানভীর আমিন, উপ ক্রীড়া সম্পাদক মো. ইমতিয়াজ উদ্দিন আকিল, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, আরমান সাব্বির, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ শংকর, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি সহ প্রমুখ।