স্বাধীনতা বিরোধীরা জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে : আজিজুর রহমান আজিজ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে তার নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কারণে স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে না হলে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর ডিসি রোড়ের কফিল উদ্দিন চত্বরে শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত পোড়ামাটির বাংলাদেশকে বঙ্গবন্ধু সাড়ে ৩ বছরে যে অবস্থানে দাড় করিয়েছেন তা ইতিহাসে নজির। জাতির পিতার সাথে সংসদ সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন। বঙ্গবন্ধুর সাথে কফিল উদ্দিনরা একসাথে সোনার বাংলা বিণির্মানে কাজ করেছিলেন। কিন্তু খুনি জিয়া—মোস্তাকসহ ৭১’এ যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও পরাজিত শক্তি তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘যারা এ ঘটনার নেপথ্যে যারা ছিল কিংবা মদদ দিয়েছে তাদেরকের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সৈয়দ মো. মঈনুল আলম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান।

আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা সিরাজুদ্দৌলা দৌলত, সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাহাব উদ্দিন সাবু, লিটন, হোসেন সরোয়ার্দী এলিন, বোরহান উদ্দিন ফরহাদ, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুব লীগ নেতা আমিনুল ইসলাম আজাদ, যুব মহিলা লীগ নেতা নাসরিন সুলতানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন আহাদ, মাঈনুল কামাল, ১২ নং ওয়ার্ড ছাত্র লীগ সভাপতি মো. ফয়সাল, হালিশহর থানা ছাত্রলীগ সদস্য ফারহান আসিফ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.