শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা, দোয়া ও মিলাদ মাহফিল

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।

উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত মোঃ বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাউদ্দিন, দেবাশীষ আর্চায্য সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.