সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৯আগষ্ট (জুমাবার) বিকালে গারাংগিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আহামদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন য়উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম,এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানিয়া পৌরসভার মেয়র মোঃ জুবায়ের, উপজেল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট শাহরিয়ার, সদস্য এরফানুল করিম চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীবলীগের সাবেক সাধারণ সম্পাদক আহামদ কবির ভেট্টা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম,যুবলীগ নেতা ওমর ফারুক ভুট্টু,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শামীমসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনাকানিয়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদ খান রাজু, সাধারণ সম্পাদক মোজ্জাফর।