চট্টগ্রামের সাতকানিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে মোসাম্মৎ রেখা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
রেখা ওই এলাকার মো. রহমত উল্লাহর মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম স্থানীয়দের বরাতে বলেন, মাদ্রাসায় পড়ালেখা করতো দীর্ঘদিন ধরে। কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বলে স্থানীয়রা বলছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কেন বা কিভাবে ওই ছাত্রী আত্মহত্যা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে