চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের খাতুনগঞ্জ ও কেসি দে সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, নগরের কেসি দে সড়ক এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩টি ফার্মেসিকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া খাতুনগঞ্জের একটি ভবনের তৃতীয় তলায় ভেজাল টেস্টিং সল্ট প্যাকেট করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিম উপস্থিত হয়। এতে প্রস্তুতকারি প্রতিষ্ঠান ইউনূস অ্যান্ড সন্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।