এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন আফিফ

বাংলাদেশের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলতে এই মুহূর্তে আরব আমিরাতে অবস্থান করছেন টাইগাররা। এবার সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন তরুণ হার্ড হিটার আফিফ হোসেন ধ্রুব।

শনিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন দলের মিডলঅর্ডারের স্তম্ভ আফিফ হোসেন। এরই মধ্যে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন।

২২ বছর বয়সী এই তরুণের উপর এমন দায়িত্ব বর্তানোকে অনেকে চমক হিসেবেই দেখলেও ক্রিকেটবোদ্ধাদের ধারণা, সাকিব-রিয়াদ যুগ শেষে আফিফই ‘ভবিষ্যতের অধিনায়ক’, তা বুঝিয়ে দিয়েছে বিসিবি।

৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড—
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ

মন্তব্য করুন

Your email address will not be published.