সাতকানিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সকাল এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, চাটঁগার সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল বশিরুল ইসলাম প্রমুখ, রূপকুমার নন্দী খোকন।

মন্তব্য করুন

Your email address will not be published.