সাতকানিয়া-ধর্মপুর ইউনিয়ন থেকে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন এসআই মমিন

 

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের সাতকানিয়ায় ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন সাতকানিয়া থানার পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন -উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গার ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল গনির ছেলে মোঃশাহজান(২৭)ও একই এলাকার ২নং ওয়ার্ডের খোকন দাশের ছেলে রানা দাশ(১৯)

 

মঙ্গলবার(৬ই সেপ্টেম্বর) রাতে উপজেলার ধর্মপুরের বিশ্বাসের হাট নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন-অভিযুক্ত দুজনকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর ইউপিস্থ বিশ্বাসের হাট নামক রাস্তায় হাতেনাতে গ্রেফতার করেন সাতকানিয়া থানার এসআই মমিন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.