নিজস্ব প্রতিবেক
সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকা থেকে এক ইয়াবাকারবারীকে আটক করেন থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম সাতগড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হামিদ হোসেনের ছেলে মোঃনুরুন্নবী(২০)
মঙ্গলবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘিস্থ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে ১০০০পিস ইয়াবাসহ নুরুন্নবীকে আটক করা হয়।
এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন-অভিযুক্ত দুজনকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সদর ইউপিস্থ ঠাকুরদীঘি নামক এলাকার একটি অটো গ্যাস পাম্পের সামনে থেকে হাতেনাতে গ্রেফতার করেন সাতকানিয়া থানার পুলিশ।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করার পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।