সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তি

 

সৈয়দ আককাস উদদীন

 

সাতকানিয়া দেওয়ানী আদালত সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে গেল ৩বছরে রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তিও সেবাপ্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছেন বলে আদালত পাড়ায় গুঞ্জন ওঠেছে।

আইনজীবি থেকে শুরু করে মুুহুরীও সাধারণ জনগনের মুখে আদালত পাড়ায় গিয়ে দেখা গেল সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের কার্যক্রম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে।

সেবাপ্রার্থীও একাধিক আইনজীবী প্রতিবেদককে জানান-মামলার জট দেখতে দেখতে চলে গেল কয়েক প্রজন্ম কিন্তুই হইলোনা শেষ তবে এখন সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে নতুন সাহেব আসার পর হইতে নিষ্পত্তি হতে থাকে দীর্ঘসূত্রিতায় জট লেগে থাকা মামলাগুলি।

প্রাণও ফিরে পায় নথিতে পরে থাকা বিভিন্ন আদেশের মামলাও-নতুন করে আশায় বুক বাধাঁর স্বপ্ন দেখেন চট্টগ্রামের সাতকানিয়া অঞ্চলের সেবাবঞ্চিত জনসাধারণ।

সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে ন্যায়ের পক্ষে একেরপর এক মামলা নিষ্পত্তি হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।
সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের সেরেস্তাদার সন্তোষ বলেন- গেল ৩বছরে প্রায় ৩৮০০ মামলা নিষ্পত্তি এবং ৩০০০ এর মত মামলা ফাইলিং হয়েছে।

এদিকে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ চৌধুরী কচির বলেন-সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের ইব্রাহিম বিন খলিল স্যার আসার পরে নজিরবিহীন ভাবে মামলার নিষ্পত্তি হয়েছে সেটা সঠিক।

এবং কোন মামলায় কিরকম আদেশ দিলেম বিচারিক কার্যক্রম চালাতে সুবিধা হবেও হয়রানী বন্ধ হবে সেটাও মাথায় রেখে আদালত বিচার প্রার্থীদের আবেদনকে খুবই গুরুত্ব দিচ্ছেন।
সবমিলিয়ে আদালতের ভেতরের বাইরের পরিবেশ সেবাবান্ধবে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.