সাতকানিয়ায়- ১মাস না হতেই ৫৭লক্ষ টাকার মাদক উদ্ধার

 

সৈয়দ আককাস উদদীন

 

চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের মহৌৎসব চলছে।

চলতি সেপ্টেম্বর মাসের মাত্র ২৩দিনেই সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমানও ওসি তারেক হান্নানের নেতৃত্বের অভিযানে উদ্ধার হয়েছে ৫৬লক্ষ ৮৫হাজার টাকার ইয়াবা এবং চোলাই মদ উদ্ধার হয়েছে ৪৫০০০টাকার।

এই সংক্রান্তে মাত্র ২৩দিনেই কারবারিদের বিরুদ্ধেু মামলা হয়েছে মোট ১২টি।

যা অন্য মাসের তুলনায় অধিকও তিনগুন।

সাতকানিয়ার জনপদে মাদককারবারিরা প্রচন্ড আতংকে আছে বলে অনুসন্ধানে জানাযায়।

এই প্রসঙ্গে-সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, আমি আর আমার ওসি তারেক হান্নানের নিরলস পরিশ্রমে এবং সাতকানিয়া গনমানুষের সার্বিক সহযোগিতায় আল্লাহর রহমতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান ধরে রাখতে পারছি।
মূলত এই কারনেই সফলতা পাওয়া যাচ্ছে।

 

 

তিনি আরো বলেন-সত্যি কথা হলো ওসি তারেক হান্নান সাতকানিয়া থানায় আসার পর থেকেই মাদককারবারিরা আতংকে রয়েছে।

আমি তার এই সফলতাও চৌকস অভিযানগুলি ধরে রাখার প্রত্যাশা কামনা করি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.