হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেছেন আনোয়ারার বৈরাগ ইউনিয়নের এক যুবক। বন্যহাতির পাল এসে ওই ব্যক্তির ক্ষেতের ফলস খেয়ে ফেলেছে। এ কারণে হাতির উপদ্রব বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিহাবুল হক চৌধুরী নামের ওই ব্যক্তি।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছানের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। শিহাবুল হক চৌধুরী উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুরের বাসিন্দা। তিনি একজন তরুণ উদ্যোক্তা।
অভিযোগে তিনি বলেন, গত রবিবার (১৩ নভেম্বর) রাতে খাবারের খোঁজে আসা বন্যহাতির দল তার ৬শতক জমিতে চাষাবাদকৃত কলাবাগান, সবজিসহ নারিকেল চারা খেয়ে ফেলে। সেইসাথে ভেঙে দেয় বাগানের সীমানা প্রাচীরও। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘প্রায়ই পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। তবে আমরা বিষয়টি বন বিভাগকেও জানিয়ে রাখব।
স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরেন চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী বিভিন্ন গ্রাম-গঞ্জে কিছুদিন পরপর তাণ্ডব চালায় বন্যহাতির একটি দল। সন্ধ্যায় পর একজোট হয়ে হাতির দল আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করার চেষ্টাও করে স্থানীয়রা।