ইচ্ছাশক্তি দিয়ে সকল প্রতিবন্ধকতাকে যে জয় করা যায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ২ নং ওয়ার্ডের কলি দাশ তার উদাহরণ। পড়াশোনায় প্রচণ্ড ঝোক আর অদম্য ইচ্ছা শক্তির জোরে সব প্রতিবন্ধকতাকে পেছনে ঠেলে এবার এসএসসির ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। স্থানীয় দক্ষিণ কাঞ্চনা নূর আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উক্ত বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ জিপিএ ৪.৯৪ পেয়ে এই সাফল্য পেয়েছে অদম্য মেয়েটি। তার এই সাফল্যে বিদ্যালয়সহ পরিবার ও গ্রামের মানুষ এখন গর্বিত। তার ইচ্ছা এখন উচ্চশিক্ষা নিয়ে সমাজে অবহেলিতদের পাশে দাঁড়ানো।
সরেজমিন গিয়ে জানা যায়, জীর্ণ একটি টিনের ছাপড়া ঘরে বাবা-মা আর ছোট ভাইকে নিয়ে বসবাস কলি দাশের পরিবারের। বাবা মানসিক ভারসাম্য হীন। মা চাষাবাদ এটা সেটা করে সামান্য আয়ে কোনমতে সংসার চলে তাদের। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৯৪ পেয়েছে অদম্য মেধাবী ছাত্রী কলি দাশ। দরিদ্রতাকে পেরিয়ে পীড়িত পরিবারে সকলের মুখে হাসি ফুটিয়েছে সে।