চন্দনাইশে মেসার্স এম.এ. কাশেম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন শুভ উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সততার সাথে ব্যবসা পরিচালনা করা সুন্নাত। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে নিজে লাভবান হয়, ব্যবসার সফলতাও পাওয়া যায়। মাফে কম না দিয়ে সীমিত লাভে অধিক বিক্রি করলে প্রচুর লাভবান হওয়া যায়। দোহাজারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম লেদু একজন শ্রমিক নেতা ও সফল ব্যবসায়ী ছিলেন। তার সততার কারণে তার সন্তানেরা সে ব্যবসাকে আরো অগ্রগতি করে ধরে রেখেছে। এ সময় তিনি দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন এবং আজ ৪ ডিসেম্বরের মহা সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে যোগদান করার আহবান জানান। গতকাল ৩ নভেম্বর শনিবার দুপুরে দক্ষিণ হাশিমপুর বড় পাড়া এলাকা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মের্সাস এমএ কাশেম ফিলিং স্টেশন উদ্বোধনী অনুষ্ঠান প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উদ্বোধক ছিলেন মেঘনা পেট্টোলিয়ান কর্পোরেশনের উপ-মহা ব্যবস্থাপক(বিক্রয়) একেএম আকতার কামাল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, বিশিষ্ট শিল্পপতি মো. সামশুদ্দীন সওদাগর, কমরেড আবদুল নবী, হাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, হাজারী শপিং সেন্টার সত্ত্বাধিকারী মনোজ কান্তি সিংহ হাজারী, অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মুহাম্মদ শাহজাহান, সত্ত্বাধিকারী ও গ্রীণ হাসপাতাল এর চেয়ারম্যান মো.সোলাইমান, বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, মো. ইছমাইল, ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল আলম, মো. ইসলাম, ডা. নোমান রেজভী, মো. শাহাজাহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.