টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুইটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তাসকিনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি তাসকিন। স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন।

বাংলাদেশ একাদশে আরও একটি পরিবর্তন আছে। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে বসিয়ে একাদশে ডাকা হয়েছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি ১ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫ রানে। অর্থাৎ আজ জিতলেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে ভারতকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন চৌধুরী।

ভারত একাদশ: ইশান কিষাণ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।

মন্তব্য করুন

Your email address will not be published.