লোহাগাড়ায় ২ দিন ব্যাপী ৪৪ তম বিজ্ঞান মেলা শুরু

 

লোহাগাড়া(চট্টগ্রাম)সংবাদদাতা

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ তম অলিম্পিয়াড আজ(১১ ডিসেম্বর) রবিবার সকালে শুরু হয়েছে। সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, ইউজিডিপি প্রকল্পের ফ্যাসিলেটেটর আবু সাঈদ রানা, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম প্রমূখ।

মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান আকর্ষণীয় প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।প্রকল্পগুলোর মধ্যে ” আইওটি বেইজ্ড ইমার্জেন্সি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম,স্পেন্ডিং টাইম উইথ রোবটিক্স এন্ড সেইফ ফ্রম ইন্টারনেট অ্যাট্রেকশান,এসিড ও ক্ষার সনাক্তকরন,স্মোক এন্ড ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, পেট্রোলিয়াম থেকে জ্বালানি গ্যাস উৎপাদন,এয়ারকুলার প্রস্তুতকরন,বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বন্যা প্রতিরোধী ঘরসহ বিভিন্ন প্রতিষ্টানের ২০টি প্রকল্প প্রদর্শন করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.