আনোয়ারা প্রতিনিধি
সময় যত যাচ্ছে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ বাড়ছেই। জনগণকে নিরাপদ রাখতে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে জেলা প্রশাসন। দেশে কোভিড-১৯ সংক্রমণের শীর্ষে রয়েছে পর্যটন কেন্দ্র গুলো। এ অবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতসহ সকল পর্যটন স্থান গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গণবিজ্ঞাপ্তি জারি করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। পহেলা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পারকি সমুদ্র সৈকতসহ সকল পর্যটন স্থানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, যেহেতু করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন স্থানে। পর্যটন স্পট গুলোতে লোকসমাগম বেশি হয়। যে কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলা প্রশাসক স্যারের নির্দেশে পারকি সমুদ্র সৈকতসহ সকল পর্যটন ও দর্শনীয় স্থান গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত দুই সপ্তাহ এই নির্দেশনা বলবৎ থাকবে।