বাঁশখালীতে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২ টা ২০ মিনিটে চাম্বল বাজারের দক্ষিণ গ্রীণ হায়দার মার্কেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, চাম্বল – ছনুয়া বেডিং হাউসের দোকান থেকে আগুন লেগে মুহুর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দিনের বেলায় হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা সবাই এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। এতে অন্তত ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে বেডিং এর দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে যমুনা ইন্জিনিয়ারিং ওয়ার্কাসপ,চাম্বল- ছনুয়া বেডিং হাউস, স্বপ্ন ফার্ণিচার মাঠ সহ আংশিক এন.এস ইলেকট্রনিক্স গ্যালারীর ওয়াল্টন এর শো-রুমে দোকান পুড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.