চন্দনাইশের হাশিমপুর কাঞ্চনাবাদ এলাকায় পাহাড় কেটে সাবাড় করছে প্রভাবশালী মহল

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেশ কয়েকটি এলাকায় পাহাড় কাটার প্রতিযোগিতা চলছে।আর প্রশাসন সম্পূর্ণ নিরব রয়েছে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করার অজুহাতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাশিমপুর লাল পাহাড়ের পাশে সরকারিভাবে স্থাপন করা হয়েছে আবাসন প্রকল্প। ২০২০ সালে সেনাবাহিনীর নির্মিত ৭০ পরিবারের পাশে সম্প্রতি আরো ৩৫ পরিবারের জন্য মুজিব শত বর্ষের ঘর নিমার্ণ করে বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি জায়গায় আরো ৭০ পরিবারের জন্য একই নিয়মে ঘর নির্মাণ করার লক্ষে পদক্ষেপ নিয়েছেন সরকার। এ সুযোগকে কাজে লাগিয়ে ঐ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি রাতের আধারে ৪০-৫০টি ট্রাক লাগিয়ে সন্ধ্যা ৭ টা থেকে ভোর সাড়ে ৬ টা পর্যন্ত পাহাড় কেটে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একইভাবে কাঞ্চননগর আশ্রয়ন প্রকল্প এলাকায় ও পাহাড়ের মাটি কেটে রাতে আঁধারে নিয়ে যাচ্ছে মাটি দশ্যরা। এ ব্যাপারে প্রশাসন কি এক অজানা কারণে সম্পূর্ণ নিরব রয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক বলেছেন, কারা পাহাড় কাটছে তিনি জানেন না।এ বিষয়ে তিনি নিবার্হী কর্মকর্তার সাথে আলাপ করবেন বলে জানান। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, পাহাড় কেটে কোনভাবে আশ্রয়ন প্রকল্প করা যাবে না। প্রয়োজনে একজন অতিরিক্ত জেলা প্রশাসক দিয়ে পরিদর্শনের পর জায়গা নিধার্রণ করা হবে। এ বিষয়ে তিনি উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। অপরদিকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মফিদুল আলম বলেছেন, বিষয়টি তিনি সরেজমিনে তদন্ত করে দেখবেন বলে জানান।
মন্তব্য করুন

Your email address will not be published.