টিকা নেয়ার পরেই করোনা আক্রান্ত কর্ণফুলীর ভাইস চেয়ারম্যান

 

আনোয়ারা প্রতিনিধি

প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পরে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী। সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী আক্রান্ত হওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গত ১১ মার্চ করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই বিষয়ে ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী বলেন, গত ১ এপ্রিল নমুনা পরীক্ষা দেওয়ার পর কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তেমন কোনো শারীরিক জটিলতা নেই। আল্লাহ্ রহমতে সুস্থ আছি। দোয়া করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.