ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বেনজামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরাইলের রাজধানী তেল আবিবের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীদের দাবি, বর্তমান নেতানিয়াহু সরকার চরম ডানপন্থী এবং ধর্মীয়ভাবে অতি রক্ষণশীল। এই উগ্রপন্থী সরকারের অধীনে ইসরাইলের স্বাধীনতা হুমকির মুখে।

গত ৩১ ডিসেম্বর ইসরাইলের ক্ষমতায় প্রত্যাবর্তন করেন নেতানিয়াহু। তার প্রত্যাবর্তনে ইসরাইলে ডানপন্থী ও ধর্মীয়ভাবে চরম রক্ষণশীল দলগুলো ক্ষমতায় আসে।

শনিবার হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বলেন, ইসরাইলের ৭৪ বছরের ইতিহাসে নেতানিয়াহুর এবারের সরকার সবচেয়ে উগ্রপন্থী এবং কট্টরবাদী।

বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র বিপদে’, ‘একসঙ্গে ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে’, ‘আবাসন, জীবিকা, আশা’ লেখা ব্যানার বহন করেন। কিছু বিক্ষোভকারী রংধনু পতাকাও বহন করেন।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের বামপন্থী এবং ফিলিস্তিনি সদস্যরা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।facebook sharing button

messenger sharing button
twitter sharing button
linkedin sharing button
মন্তব্য করুন

Your email address will not be published.