“সাতকানিয়ায় মাদককে না বলুন” প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান তাপস দত্ত

সাতকানিয়া প্রতিনিধি

‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ স্লোগানে মাদকবিরোধী প্রচারণা শুরু করেছেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিদিন সিএনজিযোগে মাইকিং করে সতর্ক করা হছে মাদক কারবারিদের। আহ্বান জানানো হচ্ছে মাদক ছেড়ে সু পথে আসার জন্য।

চেয়ারম্যান তাপস দত্ত বলেন, মাদকের ভয়ংকর থাবায় আজ বিপন্ন মানবসভ্যতা। এর সর্বনাশা মরণছোবলে ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। বিঘ্নিত হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা। ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। বৃদ্ধি পাচ্ছে চোরাচালানসহ মানবতাবিধ্বংসী অসংখ্য অপরাধ। মাদকাসক্তির কারণে সব জনপদেই চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে গিয়ে মানুষের জান-মাল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সমাজের বেশির ভাগ অপরাধের জন্য মুখ্যভাবে দায়ী মাদক। তাই মাদকরে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রচারণা চালানো হচ্ছে

মন্তব্য করুন

Your email address will not be published.