বাঁশখালীতে তাহসীনুল উম্মাহ ও তাহসীনুল মিল্লাত বালিকা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার তাহসীনুল উম্মাহ আদর্শ বালিকা মাদ্রাসা ও তাহসীনুল মিল্লাত আদর্শ বালিকা হিফয মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ জানুয়ারী ) মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান ও বাঁশখালী জলদী মখজনুল উলুম বাইঙ্গাপাড়া (বাঁশখালী বড় মাদ্রাসা) র সাবেক মোহতামিম মাওঃ নুরুল হক সুজিস এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া মুখলেসিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুর আহমদ, চট্টগ্রাম আইডিয়াল গার্লস মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা নাসির উদ্দিন। মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন এর সঞ্চালনায় এ সময় ছাত্রীদের অভিভাবকদের মধ্যে কাথরিয়া মজিদিয়া রশি দিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মৌলানা ওবায়দুল হাসান, ইসলামী ব্যাংক বাঁশখালী শাখার সহকারী ম্যানেজার মিজানুর রহমান বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা তৈয়ব, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা শফিকুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআন হিফজ করার জন্য দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। কিয়ামতের ময়দানে হাফিজে কুরআনের পিতা-মাতাদেরকে এমন টুপি পরিধান করাবেন, যার আলো সূর্যের আলো থেকে বেশি আলোকিত হবে। তাই, ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তি পেতে হলে কুরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই। বক্তরা আরো বলেন, অভিভাবকদের সর্বাধিক সচেতন হতে হবে, সার্বক্ষণিক খোঁজ রাখতে হবে শিক্ষার্থীর সার্বিক বিষয়ে। শিক্ষার্থীদের জ্ঞানে গুণে মার্জিত করার দায়িত্ব অধিকাংশই অভিভাবকদের উপর বর্তায়। শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের। উল্লেখ্যঃ- তাহসিনুল মিল্লাত আদর্শ বালিকা হিফয মাদ্রাসার A+ প্রাপ্ত ৪১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ও তাহসিনুল উম্মাহ আদর্শ বালিকা মাদ্রাসার ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে A+ প্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ৫ জন হিফজ সম্পন্নকারী যথাক্রমে তাহমিনা জান্নাত ইলমা, মিফতাহুল জান্নাত মুশফি, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া বিনতে আলম, নাজিফা ইউসুফ সাদিয়া কে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান তার বক্তব্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষান মান আরো তরান্বিত, সমৃদ্ধ করার আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষে মাওলানা নুর আহমদ এর দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পুরষ্কার বিতরণী সভা সমাপ্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.