মেঘনা নদীতে চলন্ত ফেরিতে আগুন, ৮ ট্রাক পুড়ে ছাই

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

মেঘনা নদীতে চলন্ত ফেরিতে আগুন লেগে মালবাহী অন্তত আটটি ট্রাক পুড়ে ছাই হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোররাতে ভোলার উদ্দেশে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। তাদের দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই পুড়ে যায় ট্রাক ও পিকআপ ভ্যানগুলো।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল এ বিষয়ে জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ‘কলমীলতা’ নামের ফেরিটি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশায় আসছিল। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে থাকা অবস্থায় একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সে আগুন মালবাহী অন্য ট্রাক ও পিকআপ ভ্যানে ছড়িয়ে পড়ে।

ফেরিতে থাকা অর্ধশত যাত্রী ও গাড়িচালকরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পান। পরে তারা জেলেদের নৌকায় করে নদীর তীরে উঠে আসেন। এদিকে ফেরির মাস্টার জামসেদ জানান, আগুনে ছয়টি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসির ভোলার ম্যানেজার পারভেজ খান জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করে আছে। ফেরিতে ১৬টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান ছিল। এর মধ্যে আটটিই পুড়ে গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.