সাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাফায়াত হোসেন সিফাত নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জিহান ওই এলাকার খন্দকার বাড়ির মোহাম্মদ বেলালের ছেলে। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা জাহাঙ্গীর বলেন, বাড়ির সামনে চার শিশু রাস্তা পার হচ্ছিলো। অন্য তিন শিশু পার হলেও সে রাস্তা পার হতে পারেনি। দুর্ঘটনাবশত একটি অটোরিকশা চাপায় সে মাথা ও হাতপায়ে আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.