সাতকানিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে চার দিনে ১২০ মামলায় ৩,২৪,৭৫০ টাকা জরিমানা

সরকার কর্তৃক ঘোষিত গত ৫ই এপ্রিল থেকে ১১ই এপ্রিল পর্যন্ত লকডাউন যথাযথ ভাবে স্বাস্হ‍্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলামের উপস্থিতিতে ৫ই এপ্রিল সাতকানিয়া উপজেলার আওতাধীন ছমদিয়া পুকুর পাড়, গোয়াজর পাড়া, ঠাকুর দিঘী, হাসমতের দোকান, সাতকানিয়া রাস্তার মাথা, মৌলভীর দোকান এবং কেরানীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫২ টি মামলায় সর্বমোট ১,৬৫,৭০০ টাকা জরিমানা করা হয় এবং ৬ই এপ্রিল সাতকানিয়া পৌরসভাসহ, দেওদিঘী, ফুলতলা বাজার, জোট পুকুরিয়া বাজার, বাংলা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৭ টি মামলায় সর্বমোট ৪৬,৮৫০ টাকা জরিমানা করা হয় এবং ৭ই এপ্রিল সাতকানিয়া পৌরসভাসহ সাতকানিয়া কলেজ রোড, রাস্তার মাথা, মিঠাদিঘী, ফকিরহাট, দস্তির হাট, বাজালিয়া বাজার, বোমাং হাটে অভিযান পরিচালনা করে ২৪ টি মামলায় সর্বমোট ৯১,২০০ টাকা জরিমানা করা হয় এবং ৮ই এপ্রিল সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া মুহাম্মদ জিকু, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাতকানিয়া এবং র‍্যাবের একটি দলসহ সাতকানিয়া পৌরসভাসহ, সাতকানিয়া কলেজ রোড, রাস্তার মাথা, কেরানীহাট, মৌলভীর দোকানে অভিযান পরিচালনা করে ১৭টি মামলায়, সর্বমোট ২১,০০০ টাকা জরিমানা করা হয়। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাতকানিয়া আল-বশিরুল ইসলাম বলেন, সরকার কর্তৃক ঘোষিত লক্ষ ডাউন যথাযথ ভাবে প্রতিপালন করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ও করোনা সংক্রমণ ঠেকাতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে লক্ষ ডাউনের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত একশত বিশটি মামলায় সর্বমোট তিন লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয় এবং সরকারের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে ৯ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য বলা হয়েছে। যদি কেউ এই আদেশ অমান্য করে সকাল ৯.০০ টার পূর্বে এবং বিকাল ৫.০০ টার পর অন‍্যকোন ওজর আপত্তিতেই দোকান খোলা রাখে এবং স্বাস্থ‍্যবিধি প্রতিপালন না করে নির্ধারিত সময়ের বাইরে দোকান-পাট খোলা রাখা হলে শাস্তির মুখে পড়তে হবে এবং এক্ষেত্রে সাতকানিয়া উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পরিশেষে তিনি সাতকানিয়ার সর্বসাধারণকে মাস্ক পড়ার জন্য এবং অকারণে বাইরে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.