অমর ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও কেন্দ্রী শহিদ মিনারে পুষ্টমাল্য অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ২১ ফেব্রæয়ারী মঙ্গলবার সকাল ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবু তাহের এলএমজি’র সভাপতিত্বে ও হারমস সান ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্তা এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া আদর্শ মহিলা কলের গর্ভনিং বড়ির সদস্য ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক অরুন মজুমদার, ডা. আবুল হোসেন, ফারুক আহমেদ, ডা. কামাল উদ্দিন, দপ্তর ও পাঠাগার বিষয়ক কমান্ডার মো: হুমায়ুন কাদের, ছদাহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নরেন্দ্র মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক নায়েক আবু তাহের, আমিন শরিফ, ইব্রাহীম মিলন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, ক্রীড়া কমান্ডার নুরুল ইসলাম, অমল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো: ফরহাদ প্রমুখ।