চট্টগ্রামে জেএমবি প্রধানসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার এনআর স্টিলমিলের সামনে থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডারসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

চারজন জঙ্গি হলেন, দিনাজপুরের সরকারপাড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে জেএমবি চট্টগ্রামের কমাণ্ডার এরশাদ হোসাইন প্রকাশ মামুন (২০), জেএমবি সদস্য গাইবান্ধার তুলশীপাড়ার মৃত আক্তার হোসেন সরকারের ছেলে বুলবুল আহমেদ সরকার প্রকাশ ফুয়াদ (২৬), ঝিনাইদহের কোর্ট চাঁদপুরের মমিনুল ইসলামের ছেলে মো. সুজন (২৪) ও কর্ণফুলী থানার ইছানগরের আব্দুল গণির ছেলে মাহাবুবুর রহমান প্রকাশ খোকন (৩৫)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে এই মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আকবরশাহ থানার উপপরির্দশক (এসআই) বর্তমানে লক্ষীপুরে জেলার কমল নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে জেরা করেন আসামিরা।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডারসহ ৪ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আকবরশাহ থানার উপ পরির্দশক (এসআই) মোহাম্মদ সোলাইমানের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এ মামলায় মোট ৮ জনের সাক্ষ্যগ্রহণ হলো। আগামী ১৩ মার্চ আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.