পটিয়া পৌরসভা আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

পটিয়া প্রতিনিধি 

পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহ্বায়ক জমির উদ্দীন ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মীর আব্দুল আওয়ালসহ যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মানহানিকর অভিযোগ প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেল ৪টায় পটিয়া সদরের রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা করেছেন পটিয়ার তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী সদস্য আলহাজ্ব সেলিম নবী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন মহি, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিদারুল হক জসিম, জেলা আওয়ামী নেতা আবদুল মালেক, আমির হোসেন, ওসমান গণি, গিয়াস উদ্দিন মেম্বার, ছাত্র নেতা মোবাশ্বের আলম , ছাত্র নেতা ও শিশু সংগঠক এস. এম পারভেজ, মোহাম্মদ রফিক, সাইফুল ইসলাম শাপলা, কাজী নুরুদ্দীন, সাদ্দাম হোসেন মুন্না, মো. শাহেদ, মিনহাজুল আবেদীন মুন্না, ওয়াসিক সাকিব, ইসমাইল, সিরাজুল ইসলাম বাপ্পি, ফাহিম সুফিয়ান, মাহাবুবুল আলম, অর্ক মিত্র, শওকত, মাহাবুবুল আলম, বেলাল হোসেন মানিক, কায়সার হিরু, আজাদ ইমরান, জয়নাল আবেদীন রায়হান, জোবায়েত খান, সাজ্জাদ, মীর হোসেন মীরু, ওমর ফারুক, আকাশ দেব, মুন্না আহমেদ, শাহাদাৎ হোসেন বাবু, মো. আছাদ, মো. খোরশেদ,আসাদ অভি, শয়ন, আহমেদ ফয়সাল, জয় চৌধুরী, শাকিল মল্লিক, অনিক চৌধুরী, রানা দে, সাকিব হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, কোন ব্যক্তি নিজের আনুগত্য না মেনে অন্যজনের সাথে রাজনীতি করার অপরাধে ধারাবাহিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা নিন্দনীয়। দলের র্দুসমেয়র ত্যাগী, নির্যাতিত নেতা কর্মীদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিকট লিখিত অভিযোগ জানানোর হুশিয়ারী দেন। ১২-০৪-২০২১।

 

মন্তব্য করুন

Your email address will not be published.