স্বেচ্ছাসেবকলীগের মাথা ফাটালেন ছাত্রলীগের নেতা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিনের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. লোকমান আলম রোকন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মামুন উদ্দিন জানান, গত তিন চারদিন ধরে চায়না কোম্পানীর সাব কন্ট্রাক্টরে তৈলের পাইপ লাইনের উন্নয়ন কাজ করছিলেন লোকমান আলম রোকন। কয়েকদিন ধরে চাঁদাদাবী করে কাজ বন্ধ করতে চেস্টা করছে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিন ও তার দলবল। এক পর্যায়ে চাঁদা না পেয়ে সে অর্তকিতভাবে হামলা করে রোকন ও আমাদের উপর। এসময় রোকনের সাথে থাকা আমরাও গুরুতরভাবে আহত হয়। এঘটনার সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাদের মারধর করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিনের মুঠোফোনে কথা বলার চেস্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, দক্ষিণ শাহমীরপুর এলাকায় তৈলের পাইপ লাইনের কাজ করছিলেন লোকমান আলম রোকন। সেখানে কফিল শেয়ার চেয়েছিলেন। গত শনিবার রোকনের বিরুদ্ধে একটি থানায় অভিযোগও করেন কফিল। সে অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং তাদের থানায় আসার জন্য বলি। এরা নাকি থানায় আসার সময় কফিল অর্তকিতভাবে হামলা করে রোকনের উপর।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোনো কেউ অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ বা মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.