চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৪৩১, মৃত্যু ৫ 

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২১টি নমুনা পরীক্ষা করে মিলে ৪৩১ জন আক্রান্তের তথ্য। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ২৯১ জন। আর মারা গেছে ৪৩৫ জন। এতে দেখা যায় গতকাল সোমবারের চেয়ে মঙ্গলবার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। আর নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩৬২ জন এবং উপজেলার ৬৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মোট আটটি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৭৯ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭২ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৪৮ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩১৩ টি নমুনা পরীক্ষা করে মিলে ৮৮ জন আক্রান্তের তথ্য। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ টি নমুনা পরীক্ষা করে করোনা জীবাণু পাওয়া গেছে ৬ জনের শরীরে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জন রোগী পাওয়া যায়। এছাড়া বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০২টি নমুনা পরীক্ষা করে ৭১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৫টি নমুনা পরীক্ষা করে ৫৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.