মোবাইল ডাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

মোবাইলে ইন্টারনেট ডাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিজান (৩২) নামে এক যুবক।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার কাজলী পাড়ায় একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মিজান বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। তিনি একটি স্ক্র্যাপ লোহার ডিপোতে কাজ করতেন।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, রাতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে স্ত্রী রাগ করে পাশের বাসা গেলে স্বামী গলায় ফাঁস দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মূলত মোবাইল ইন্টারনেটের ডাটা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরেই আত্মহত্যা করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.