চট্টগ্রাম নগরীর চশমা জগতের আধুনিক সেবাদানকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জান অপটিক্যাল কোং, নুপুর মার্কেট শাখার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্রেতা শুভানুধ্যায়ী সম্মিলন ও দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও চট্টলরত্ন মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
আরো উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুমূ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আর্চায্যূসরকারি সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জান অপটিক্যাল কোং এর স্বত্ত্বাধিকারী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হুদা শিপন। ৫০ বছর পূর্তি উপলক্ষে সারাদিনব্যাপী ফ্রিতে সাধারণ জনগণের চক্ষু পরীক্ষা ও চক্ষু বিষয়ক বিভিন্ন সেবা দেয়া হয়।