জোটপুকুরিয়া বাজার প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর উদ্যোগে ইছালে ছাওয়াবও মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সমিতির সভাপতি মোঃ ইউনুচ এর সভাপতিত্বে দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০ মার্চ শুক্রবার দিনব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। হাফেজ মো: আবদুল্লাহ’র সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট বায়তুর রহমান জামে মসজিদের খতীব রিয়াজুর রহমান আল আরাবী, বিশেষ আলোচক মাদার্শা হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের খতীব মওলানা জিহান উদ্দীন ফারুকী, মাওলানা আইয়ুব আলী আনচারী, মওলানা মোঃ শহিদুল্লাহ, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা সালাহ উদ্দীন শরীফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটপুকুরিয়া বাজার প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লি: সহ-সভাপতি তাজ উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।