আজকাল সমাজে আছে মুষ্টিমেয়
মুখোশধারী মানুষ,
বচন আর স্বভাবে তাদের
নেই কোন হুঁশ।
মুখোশের আড়ালে মনোহর
বচন বলে,
শুধু মিষ্টতা আর হাসি
তাদের অন্তরালে।
আরো পড়ুন
কোমল হৃদয়ে বচন বলে
করে নানা ছল,
প্রত্যেকটা বাণী যেন
বিষাক্ত ছোবল।
মুখোশধারী কত মানুষ
ঘোরে চারদিকে,
বুঝিতে পারা যায়না তাদের
খালি চোখে।
লিখেছেন— নয়ন কর্মকার, এম. বি. এ.