সড়কে মাটির স্তূপ, ২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীর আমানবাজারে মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে মাটি স্তূপ করায় কামাল উদ্দিন নামক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে করা হয়েছে।

সোমবার(১৩ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী উপজেলার আমানবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম।

তিনি বলেন, হাটহাজারী মহাসড়কের ২ ফিট ভেতরে মাটি স্তূপ করেন। যা যান ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেন। তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.