রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক দাপিয়ে বেড়াচ্ছে সড়ক, জরিমানা করলেন এসিল্যান্ড

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন ধরনের যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে সড়ক। এবার রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে দুই ডাম্প ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মার্চ) সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদের ছেলে মো. ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আব্দুল হক (৪০)।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, দুটি ডাম্প ট্রাকের মালিককে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.