ছদাহায় বনবিভাগের পাহাড় গিলে খাওয়ার মহোৎসব

সাতকানিয়ার ছদাহায় বনবিভাগের জাগা দখল করে গিলে খাওয়ার মহোৎসব চলছে। বিভিন্ন কৌশলে স্থানীয় পাহাড় খেকোরা এ পাঁয়তারা চালাচ্ছে।

সম্প্রতি ছদাহার ৯ নম্বর ওয়ার্ডের বহনা মুড়া এলাকায় বনবিভাগের সরকারি জায়গা দখল করার অভিযোগ ওঠেছে স্থানীয় সিরাজ মিয়ার ছেলে নওশা মিয়া ও নজির আহমদের ছেলে নুরু ছালাম এবং আব্দুর রহিমের ছেলে রফিক ও স্থানীয় জাফরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, -ওই জায়গা বনবিভাগের অধীনে টিলা জায়গা। বনবিভাগের হলেও দীর্ঘদিন ধরে দখলে ছিলেন স্থানীয় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি।

স্থানীয়রা আরও জানান জায়গাগুলো সরকারি হলেও দখলে ছিলেন নুরুল ইসলাম ও তার বউ শাহীন আক্তার। তবে এখন পার্শ্ববর্তী আরেকটি গ্রুপের দাবি তারা সরকারি জায়গা দখল করলে আমরা কেন পারবনা? তাই উভয় গ্রুপই সরকারি জায়গা দখল করার জন্য যেকোন মুহূর্তে সংঘর্ষে জড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ছফুর মেম্বারকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ছফুর মেম্বারের হাতে বহুদিন ধরে এই বিরোধের বিচারও আছে। তিনি ওই জায়গায় ইতিমধ্যে বেশকয়েকবার পরিদর্শনও করেছেন

মন্তব্য করুন

Your email address will not be published.