চট্টগ্রামের সাতকানিয়ায় তিন হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে পুলিশের বিভিন্ন টিম ট অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন— মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), আরিফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সেলিম (২২),
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরফাত বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের যথাযথ নিয়ম মেনে আদালতে পাঠানো হয়েছে।