অধিনায়ক সাকিব আল হাসান বিশ্ব অলরাউন্ডার,
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অত্যন্ত প্রশংসার।
মারকুটে ব্যাটসম্যান নাম তাঁর লিটন,
জয় করছে সবার মন।
আরো পড়ুন
আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শান্ত
চার ছক্কায় ব্যস্ত হয় না ক্লান্ত।
মুস্তাফিজ, তাসকিন, মিরাজের অনবদ্য বোলিং উইকেট ভেঙ্গে হলো খান খান,
মালান, ফিলিপ, বাটলার, মঈন, স্যাম, কারেন প্যাভিলনে ফিরে যান।
শেষমেষ খেলা শেষ গ্যালারিতে জয়ের উল্লাস,
ইংলিশ বধ টাইগার বাহিনী’র এই এক নতুন বাংলাওয়াশ।