পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ওয়ার্ড সূমহের কর্মীসভা মঙ্গলবার (১৪ মার্চ)বিকেলে নগরীর মুরাদপুরের সিরাজ শপিং সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, বিশেষ অতিথি নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক কে বি এম শাহজাহান, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. জয় হাজরা, জাতীয় পরিষদের সদস্য হারুনর রশীদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাউন্সিলর মোবারক আলী, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপুসহ আরো অন্যান্য প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.