নিজস্ব প্রতিবেদক:
সাতকানিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্সসহ অন্যান্য ফোর্স শুক্রবার (১৭ মার্চ) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর নং- ২৯৬/২১ এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মাসুদুল আলম চৌধুরী (৩৯), জিআর পরোয়ানা নং- ১১৫/২০২০ এর আসামী মোঃ সেলিম (৪০),সিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মোরশেদ আলম, জি আর নং-২৭, ধারা- ৪৫৭/৩৭৯ পেনাল কোড এর আসামী মোঃ আবদুল্লাহ (১৯), সিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন, সিআর পরোয়ানা ভুক্ত আসামী এনামুল হক কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।